We believe it is very important that you review and confirm that you have read our Privacy Policy to ensure that you are aware of and agree to our collection and use of your Personal Data. Click here for Privacy Policy .
This website uses cookies to improve your experience .

অনন্যা

----------------------------------------------------------
কথোপকথন

 পথিক:     তোমরা হলে দমকা হাওয়া ….হেয়ালীপনার ঢেউয়ে সব ভাসিয়ে নিয়ে যাবে – তা না করে যদি তোমরাও কেজো হয়ে পড়ো –অর্থের পেছনে ছুটে – সব অর্থহীন করে তোলো – তাহলে তো স্বয়ং রবি ঠাকুর ও ভাবনায় পড়ে যাবেন|

সাত সাগরের ফেনায় ফেনায় মিশে    আমি   যাই ভেসে দূর দিশে--
পরীর দেশে বন্ধ দুয়ার দিই হানা মনে মনে॥
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা  মনে মনে!
মেলে দিলেম গানের সুরের এই ডানা   মনে মনে।

অনন্যা  :   কি দেখেছো কি অমন করে ?

 পথিক   :  দেখছি নন্দিনী কে , কৃষ্ণকলি কে, চিত্রাঙ্গদা,  প্রকৃতি কে, শ্যামা, মৃনাল, চারু কে, লাবণ্য ,সোহিনী, হরতনি কে.

অনন্যা  :  ওরা তো রবীন্দ্রনাথের নায়িকা …অতুলনীয়া  সব... আমরা তো সাধারণ মেয়ে |

  পথিক   :   আমার কাঁচা চোখে চমক লাগে, এই সাধারণের মধ্যেই অসামান্যের ছোঁয়া পেয়ে | তুমি বলবে এর কোনো মানে নেই | নাই বা থাকলো.. এ যেন এক পরিচয়হীন সত্য | দরদামের বাজারে এই অমূল্যকে , মূল্যহীন ভাবলেই বা ক্ষত কি।
 

অনন্যা  :  সব ক্ষতি কি সব সময় ধরা পরে পড়ে ? আমাদের মেয়েবেলায় কত বার ভেবেছি - বেশ একটা জিতে গেলাম , কিন্তু বুঝতেই পারিনি কখন হার হয়েছে তলে তলে ।

 পথিক   : তোমরা যাকে ভাব হার  – সেখানেই মুক্তির প্রকাশ |  সেখানেই তুমি অনন্যা – সেখানেই  তুমি যা , তুমি তাই , তা ছাড়া আর কিছুই নও 

Arpana
Parna
Purba
Ritu
Rupa
Sayoni
Shaira
Sofia
Tandra
Subhasis